আফরোজা সোমাঃ‘দিনে দিনে বুঝেছি, কবির জীবন বলে আসলে কিছু হয় না, আমরা সবাই চাকরবাকরের মতোই বেঁচে থাকি। কবি কুর্তা-পায়জামা পরে, চুলে টেরি কাটে, দাড়িতে মেহেন্দি লাগায়, আতরের খুশবু জড়িয়ে নেয় শরীরে, তবু সবকিছু পেরিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে ঘামের গন্ধ-ক্রীতদাসের নিঃশ্বাস। সবাই অবশ্য তা বুঝতে পারে না। ক্ষমতার সঙ্গে একটু গা ঘষাঘষি করে নিজেকেও ক্ষমতাবান ভাবতে শুরু করে।
আমি বলি, ওহে কবি, ক্ষমতার সতরঞ্জে তুমি একটা বোড়ে মাত্র। আপনি যদি ভাবেন, এক ক্ষমতা থেকে অন্য ক্ষমতার কাছে গিয়ে আপনি সম্মান পাবেন, তা শুধুই মরীচিকা দেখা। ক্ষমতা শুধু আপনাকে ব্যবহার করবে, প্রয়োজন ফুরোলে লাথি মেরে নর্দমায় ফেলে দেবে। তাই কবিকে তার প্রতিভার কাছে বিশ্বস্ত থাকতে হবে’। রবিশংকর বল, দোজখনামা, পৃ: ৩০৪-৩০৫।
0 Comments