শিরোনামঃ

6/recent/ticker-posts

ট্রাম্পের হত্যাচেষ্টাকারীর শেষ দিন কেমন ছিল





নিউজ ডেক্সঃ যুক্তরাষ্ট্রের নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে গুলি করা ব্যক্তির নাম প্রকাশ হয়েছে আগেই। মার্কিন অঙ্গরাজ্য পেনসিলভ্যানিয়ার বাটলারে শনিবার বিকালে সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওপর হত্যচেষ্টাকারী ২০ বছরের এক যুবক। দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে হামলাকারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস। মঞ্চের এত কাছ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি  ছোড়ায় কুড়ি বছর বয়সের ওই যুবককে নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। সবার মনে একটাই প্রশ্ন- ট্রাম্পকে হামলা করা ওই যুবকটি কে? 

এফবিআইকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলাকারী ওই যুবক পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের বাটলার থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে বেথেল পার্ক নামক এলাকার বাসিন্দা ছিল। গত ১৩ই জুলাই বিকালে ট্রাম্পের ওপর হামলাকারী হিসেবে তাকে গুলি করে হত্যা করে সিক্রেট সার্ভিসের গোয়েন্দারা। তদন্ত সংস্থা এফবিআই হামলার বেশ কয়েক ঘণ্টা পর ওই হামলাকারী যুবকের একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে ২০ বছর বয়সী ওই যুবক চশমা পরা এবং ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে।



সিএনএনের প্রতিবেদনে বলা হয়, হত্যাচেষ্টাকারী ২০ বছরের ক্রুকস হামলার আগে বন্দুকে গুলি ভরা ও অন্যান্য কাজে বেশ কয়েকটি স্থানে থেমেছিল। আগের দিন শুক্রবার একটি ‘শুটিং কেন্দ্রে’ গিয়ে গুলি ছোড়ার অনুশীলনও করেছিলেন তিনি। ঘটনার দিন সকালে ক্রুকস স্থানীয় একটি দোকানে গিয়ে পাঁচ ফুটের একটি মই কিনেন। তারপর একটি বন্দুকের দোকান থেকে ৫০ রাউন্ড গুলিও কিনেন। যে মইটি তিনি কিনেছিলেন, ভবনের ছাদে উঠে ট্রাম্পের ওপর হামলা চালাতে সেটিই ব্যবহার করেছিলেন। হামলার পর ঘটনাস্থলেই মারা যান ক্রুকস। 

ট্রাম্পকে কেন তিনি হত্যার চেষ্টা করেছিলেন, সে সম্পর্কে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনও কোনো তথ্য দিতে পারেননি। 

ক্রুকসের কম্পিউটার, ফোন যাচাই করেও কোনো অগ্রগতি হয়নি। যতদূর জানা যায়, হত্যাচেষ্টাকারী ক্ররকুস  রিপাবলিকান পার্টির সমর্থকই ছিলেন। তিনি দলটির নিবন্ধিত ভোটার ছিলেন। 

ক্ররকুস ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ছিলেন ‘স্বতঃস্ফূর্ত’ ও ‘শান্ত’ প্রকৃতির

Post a Comment

0 Comments