শিরোনামঃ

6/recent/ticker-posts

কিসের এতো আন্দোলন, সুখে থাকতে ভূতে কিলায়:




 কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন উত্তাল সারাদেশ তখন এই আন্দোলন নিয়ে স্ট্যাটাস দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলা। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন, ‘কিসের এতো আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়।’


শিলার এমন স্ট্যাটাসে রীতিমতো হতবাক হয়েছেন নেটিজেনরা। মাহফুজুর রহমান নামে একজন প্রশ্ন ছুঁড়ে নায়িকাকে জিজ্ঞেস করেন, মাথা ঠিক আছে?


 জবাবে এই অভিনেত্রী বলেন, ‘আন্দোলন করে নিজের জীবন হারানোর কোনো মানে হয় না। সবার একটা সুন্দর ভবিষ্যৎ আছে। নিজের পরিবারের কথা ভাবা উচিত।’



 এরপরই কমেন্টবক্সে নায়িকার স্ট্যাটাসের কড়া প্রতিবাদ জানান নেটিজেনরা। বাধ্য হয়ে পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দেন শিরিন শিলা। তবুও থামানো যায়নি ভক্তদের আক্রমণ। 


 বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে শিরিন শিলার এই স্ট্যাটাস। যেখানে একজন নায়িকার এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন শিক্ষার্থীরা ও আন্দোলনকারীরা। তাকে ক্ষমা চাইতেও বলেছেন অনেকে। সূত্রঃ আমাদেরসময় ডট কম

Post a Comment

0 Comments