বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে ডিবি থেকে হারুন অর রশীদকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।
আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে হারুন-অর-রশীদের স্থলাভিষিক্ত করা হয়েছে।
আদেশে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খ. মহিদ উদ্দিনকে লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।
একইদিন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকারসহ তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আদেশে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণের যুগ্ম-পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) এবং যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) খোন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনারে (অপারেশনস্) বদলি করা হয়েছে।
0 Comments