মঙ্গলবার বেলা তিনটা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নিতে শুরু করে কোটা আন্দোলনকারীরা।
ওই এলাকায় দিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের একটি গাড়িতে তারা হামলা চালায়। এতে গুরুতর আহত হয়েছেন ড. মুহিত, ড. ফারজানা ড. ইমামুল হক ও ড. হাসান।
আন্দোলেনকারীরা তাদের উপর হামলা করেন বলে জানান প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান।
এর আগে ওই এলাকায় তিনটি মাইক্রোবাস ভাঙচুর করে কোটা আন্দোলনকারীরা।
0 Comments