শিরোনামঃ

6/recent/ticker-posts

প্যান্টের পকেটে করে ১০৪টি বেশি সাপ পাচারের চেষ্টা

ছবি: সংগূহীত

নিউজ ডেক্স: চীনের শুল্ক কর্মকর্তারা এক ব্যক্তিকে তার প্যান্টে ১০৪ টিরও বেশি জীবন্ত সাপ লুকিয়ে হংকং থেকে দেশটিতে প্রবেশের সময় আটক করেছে। সিএনএন

সন্দেহজনক ঐ ব্যক্তিকে শেনজেনের ফুতিয়ান বন্দরের চেকপোস্টে আটক করা হয়।  এসময় তিনি হংকং থেকে চীনে আসছিলেন। 

অফিসাররা লোকটির ট্রাউজার পকেটে ভর্তি ৬টি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান, সে ব্যাগের ভিতর বিভিন্ন ধরণের জীবন্ত সাপ ছিল। গণনার পর তার দেখতে পান তার প্যান্টে ১০৪টি সরীসৃপ লুকিয়ে ছিল।

৫টি আলাদা আলাদা  প্রজাতির সাপ শনাক্ত করা হয় এগুলো হচ্ছে, (১)দুধের সাপ, (২)ওয়েস্টার্ন হগনোস সাপ, (৩)কর্ন স্নেক, (৪)টেক্সাস ইঁদুর সাপ ও (৫)বুলস্নেক।

 এগুলোর মধ্যে ৪টি প্রজাতি বিদেশি বলে চীনে আনতে ছাড়পত্র প্রয়োজন। 

চীনা শুল্ক কর্তৃপক্ষ চোরাকারবারীর নাম প্রকাশ করেনি, কিংবা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তাও জানায়নি। 


Post a Comment

0 Comments